অবিরাম বর্ষণের পর যখন বৃষ্টি থেমে যায়,
ভাবি; রংধনু উঠবে-
কিন্তু; হয় তার উল্টো।
গ্রীষ্মই ঝরে সর্বত্র
আসে না শরৎ- হেমন্ত।
নীলাকাশ দেখে ভাবি,
আর কাশবন খুঁজি-
কিন্তু তার দেখা নেই কোথাও।
কাঠফাটা রোদে মাঠ যখন চৌচির,
ভাবি দেয়া তাকে নাইয়ে দেবে
কিন্তু আসে কালবৈশাখী।
বসন্তের সাজে যখন চারিদিক সজ্জিত
তখন শুনি-
ডাহুকের বুকফাটা আর্তনাদ।
হৃদয়াকাশে যখন লালচে মেঘগুলি
লুকোচুরি খেলছে,
তখনও যেন কার আর্তি
আর শুধুই আত্মচিৎকার।