রাষ্ট্রীয় সীমানা, ভৌগোলিক ঠিকানা
ভুলে যাওয়া যৌথবিছানা
আমরা দেখি একই আকাশ,
দেখি সূর্য, একই বাতাস
তবুও পৃথক জাতিসত্তা

ভুলে যাওয়া সমাচার
ক্ষয়ে যাওয়া কাঁটাতার
প্রতীকী হয়ে দাঁড়িয়ে আছে
বিভাজন, দ্বৈত আকাশ

তবুও পাখিরা যায়,তোমার সীমানায়
হয় সংবিধানের অবক্ষয়
ছুটে আসে বেপরোয়া বুলেট,
ভালোবাসার আদিম দেয়াল ফুঁড়ে
অবলীলায়।


মানবতা যতো, হয়েছে গত
দেয়াল ও দেয়ালিকা শতশত,
ছেয়ে যাওয়া ভিন্ন দেশের শহর
বিবেক জুড়ে কেবল যৌনতার বিশ্রী বহর;
নগ্নতার পারস্পারিক বিনিময়
বন্ধুত্ব নামে উপহাস,যেনো অভিনয়
রুদ্ধদ্বারে রুদ্ধশ্বাসে, প্রতিক্রিয়াশীল আবেশ
বিষণ্ণ, বিবর্ণ, বিবস্ত্র আমার স্বদেশ

তবুও পাখিরা যায়,তোমার সীমানায়
হয় সংবিধানের অবক্ষয়
ছুটে আসে বেপরোয়া বুলেট,
ভালোবাসার আদিম দেয়াল ফুঁড়ে
অবলীলায়।


(গীতিকবিতা)
২০১৭, সিলেট।