আমি আছি দুরন্ত ট্রেনের কামরায়
পাশ দিয়ে ছুটে যাচ্ছে দূরের বিজলি আলো
দূরে সড়কে লাল সবুজ হলুদ আলোয় যান বাহন
এমনি করে লাল সবুজের সিগন্যাল আলো
সার দেওয়া সাদা আলো শৃঙ্খল
বাড়িতে লাগানো আলোর ফুলঝুরিমালা
মোটরবাইকের আলোয় সেতুর রেলিং
বাঁশঝাড়ে লালচে আলো সমেত একটা টিন পাত বাড়ি
কি জানি বাঁশ গাছে কেন আলো
কোথায় যে আলো থাকে
মোটরবাইকের হেড লাম্পে আলো না মোবাইলের ফ্লাশে
আর এই  দুরন্ত কোথায় থামে কোন আলো জ্বালানো প্লাটফর্মে
লেভেল ক্রসিংয়ে আটকে থাকা আলুর ট্রাক কোথায় আলো পায়
এখন ট্রেন ছুটছে কোথায় , বুজছি না কারণ আলো তো নেই , এদিক ওদিক কোনো দূরপারেও
আর কতদূর গেলে আলো আর কতদূর
কামরায় অনেক অনেক আলো এখানেই দেখি
এসব যাত্রার পরিচিত শ্রান্ত মুখ , আলো মুখে নব বিবাহিতা
এ বার বাইরের উজ্জ্বল আলো চোখ কেড়ে নিলো
খুব খুব উঁচু বাতির আলো
মানুষ এখানে সুখ ভোগের সামগ্রী বানায় , তাই হয়তো এত আলো । আর আমরা সুখী লোকরা বিল বাঁচাতে দুটো  বাতি জ্বালাই ,ঘুমোনোর আগে নেভাই
ঘুমিয়ে গেলে তো আলো লাগে না
তখন শুধু সপ্নে আলো আলো আলো
সেই আলোর টানেই তো ঘুম ভাঙে
সেই আগুন আলোর দিকেই তো ধেয়ে যাই, পুড়েও যাই
তবু সেই আলো তো চোখ খুলে দেয়
বলে ওঠো, জাগো, শুরু করো,আবার ফিরে ফিরে করো, তোমার ভিতরের সুইচটা টেপ , আলো জ্বালাও, আর চোখ মেলে দ্যাখো আর আঁধার নেই , আঁধার নেই