তারারাত সারি তাল বনে   শান্ত পুকুর জেগে আঁধার আলোয় ।
সহজে খুলে দেবে চোখ ভোরের নরম হওয়ায়
যাপনে দোলা লাগবে গভীর থেকে অগভীর ।
কতকাল দখিনায়ন সেরে নরম জল ফিরে  
ধুলো আলিঙ্গনে বেনো প্রশ্বাসে রাত জেগে প্রণয়ের স্বচ্ছ লাজ টেনে নেবে শিকড়ের মাটি।
হে শীতল উষ্ণ কি পেলে ?
এত চক্রে কি পেলে ?
মুকুল পাতায় বয়সের আগে পাখা মুক্ত আকাশ
প্রিয়জনের নরম হাত সন্ধের সাইকেল হাতলে।
দুপুরের জড়িয়ে থাকা অতৃপ্তি ঔষধি
ধরা দিয়ে ধারা ভাসালে লবণ মাটি ঝোপঝাড়
কতদূরে আলপথ মিশে পথিক একান্তে বাকি।
এখনো ভরসা জোটেনি - চারাগাছ অবুঝ
নদী আলগা হবে সময় সময় ধসে যাবে বাঁধ
তুলসিতলায় একা হবে দূর্বা ঘাস ধূপের ঘ্রাণ।