আমার দুনিয়ায় কাল সন্ধের আবছায়া রং
তোমার ভারী চোখে  মনখারাপের সংক্রমন
আমার এই স্বপ্ন বোনার অভ্যেস
হঠাৎ ঝড়ো হাওয়ায় শেষ
ফিরতে চাইলেও ডুবে যাবে পাবে না আমন্ত্রণ
আবছায়া রং
আমার দুনিয়ার কাল সন্ধের আবছায়া রং


উপহার যত নাগরিক ক্ষত দিন শেষে সঞ্চয়
ছড়িয়ে রয়েছি কত তবু পেয়ে হারানোর ভয়।
কিছু পাখিরা ঘরে এল পিছন ফেলে আকাশ
মরা নদীর ধুলো উড়াল নামতা জানা বাতাস
আমার এই আলতো আধো বেশ
কিছু মধ্য রোদের তাপে শেষ।