কথা রাখো কথা দাও ছায়াপথ
বিন্দু শিশির ভেজাবে আমায়
কথা রাখো কথা রাখো শিউলি ফুল
নরম সুখ মুঠো মুঠো মুক্তো ঝরাবে
জড়িয়ে যাও আদুর পথ রোম রোম
এগিয়ে এসে দুপুরের পাতাঝরা ওম
ঢেউ ভাসাক সজল অভিমান
কথা রাখো কথা দাও চার দেওয়াল
কথা রাখো কথা রাখো আঁচল
যে কথাটি কোনোদিন হয়নি বলা...........