বুকের ভিতর ডুবে আছে
                              তোর্ষার চর
তার পাশে দাড়িয়ে
                              আরশিনগর,
কেউ গাঁথে প্রেম গাঁথা
কারো নকশিকাঁথা
ভেসে আসে লালনের গান
নেই কোন কাঁটা তার
                 পাখি উড়ে বেড়ায়
                                       খাঁচার---
নেই কোন মান অভিমান।
কেউ গড়ে সেতু কারো ভাঙ্গে ঘর
এ পারে আমি আর ওপারে ঈশ্বর।