শীতকালে গীত গায়
নিধিরাম পোদ্দার,
জমি নেই এক রতি
তবু তিনি জোদ্দার ।
শীতকালে গায়ে দেন
গরম এক কম্বল,
একটি কুকুর ছানা
সেটা তার সম্বল ।
আর আছে এক চাকর
নাম তার ভজহরি,
দিন-রাত গোনে সে
কয়েকটা টাকাকড়ি ।
বেলা শেষে তিন জন
বসে গায় গান,
রাতের খাবার শেষে
শুধু আগুন পোহান ।