আট আনা জীবনের চার আনাই গেছে তোর পিছে,
আগের দু'আনায় তো অবুঝ ছিলাম,
আর বাকী দু'আনা যাবে কাঁদিতে, কাঁদিতে।

তোরে নিয়েই কি তবে জীবন কাটালাম?
বাঁচলাম তোর তরে?
কত কিছুই তো হবার ছিল
প্রেমিক হলাম শেষে!

তোরে বুঝিতেই তো চুল পাকালাম,
বুড়ো হলাম যেচে;
তোর মায়া তো মায়াবীনি এক,
অন্তর রেখেছে বেঁধে।

তোর ছলাকলায় তো ইহকাল গেল,
পরকাল কি ভিন্ন হবে?
তোর স্তুতিই তো শুধু কাজ ছিল মোর,
কবি গেছি তাই বনে।

তুই আমাকে বান মেরেছিস,
করেছিস আমাকে বশ;
প্রেম ছাড়া অন্য কিছুতেই
নাইকো আমার যশ!

পয়সা কড়ি নাই আমার তাই,
আছি ভীষণ কষ্টে;
কবিতা বেঁচে টাকা যদি মেলে,
মানে বাঁচব তবে।

বাকী দু' আনা তাই কাটাব কেঁদে,
করব নিশান নিচু;
তবে যদি তুই ভালাবাসিস শুধু,
চাই কি আমার আর কিছু?