রক্ত নেই, আছে শুধু বীর্য –
পৌরুষের প্রবাহ নেই, আছে স্খলন,
মুহূর্তের স্বর্গপ্রাপ্তি, আর সিদ্ধি সুখ!
কিন্তু রক্তের গৌরব নেই,
নেই রক্তে জ্বলন –
আছে শুধু ক্ষণিকের স্ফুরণ!

শরীর জুড়ে শুধুই বীর্য, সুখের আকাঙ্খা –
কামনা বাসনার দাহ, এবং আরো কিছু।
ডিজিটাল মানব, পুঁজিবাদী শরীর –
লাভ বোঝে, বিসর্জন বোঝে না,
আপোস বোঝে, আন্দোলন বোঝে না!
এক ছোবলে খুবলে তোলে অধিকার,
থাবা মেরে থামাতে পারে না আগ্রাসন।
পণ্যই সবকিছু – সম্পর্ক, সমাজ, মানুষ!
ভোগই জীবন, জীবনের কোন ভোগ নেই!

ডিজিটাল মানব, পুঁজিবাদী শরীর-
শরীরে বীর্যের তীব্র প্রবাহ,
বাসনার দাহ পুঞ্জীভূত নানারন্ধ্রে।
শরীরে রক্ত নেই এক বিন্দু –
নেই দর্শণ, নেই আদর্শ।
তাই রক্তের কোনো দাবি নেই,
রক্তের কোনো শোধ নেই!
আজ এদের কোনো জাত নেই,
তাই জাত বাঁচাবার দায় নেই!