কি অদ্ভুত,
প্রচন্ড মন খারাপের মুহূর্তগুলোতে তোমাকেই কেন মনে পড়ে?
তুমিতো কখনই আমার কিছুই ছিলে না। নাকি ছিলে?
যদি কিছু থেকে থাকো, এখনো তবে তাই আছো,
তোমাকেই যে মনে পড়ে -
প্রচন্ড বর্ষনে,
মন খারাপের দিনগুলোতে!
কি অদ্ভুত, না?


অথচ অন্য সময়ে, হাসি খেলার দিনগুলোতে,
তখন তো মনে আর তুমি আসো না,
তোমায় তো তখন আমি ভাবি না।
এই যে দেখো-
কত দিন গেল তোমায় দেখিনা,
দিন তো নয়, লক্ষ মাস, যেন হাজার বছর,
অথচ দেখবার বাসনাও তো মনে আসে না,
অবয়ব তোমার মনে তো আর ভাসে না।
অথচ ঠিক ওই মন খারাপের মুহূর্তগুলোতে,
প্রচন্ড বর্ষণে,
তোমাকেই যে মনে পড়ে!
কি অদ্ভুত,
তোমার ওই চোখ, ঠোঁট, হাসি –
সবই তো দিব্যি চোখের সামনে ভাসে;
শুধু ওই মন খারাপের দিনগুলোতে,
খুব ইচ্ছে হয় তোমায় দেখি,
তোমার হাত একটু ধরি,
সাথে বসে খানিক গল্প করি।
ব্যাস ওটুকুই,
কি অদ্ভুত, না?


তুমিতো আমার কেউ নও, নাকি ছিলে?
যদি কিছু থেকে থাকো, এখনো তবে তাই আছো;
তোমা্কেই যে মনে পড়ে, মন খারাপের দিনগুলোতে!
তুমি কি আমার মন খারাপের সঙ্গী তবে?