চঞ্চলা মেয়ে
    SR
চঞ্চলা মেয়ে তুমি চঞ্চল তোমার মুখ |
তার চেয়েও চঞ্চল তোমার লোক দেখানো রুপ |
  ঘড়ির কাটার মত চঞ্চল তোমার পা |
  তার চেয়েও চঞ্চল তোমার  অহংকারী গা |
  সাবধানে চলো তুমি চঞ্চলা মেয়ে |
   আকাশে উড় আবার আকাশী হয়ে |
   মেঘের রং যেনু তোমাকে না পাই? |
   চঞ্চলা মেয়ে বলে বৃষ্টি ডেকে যাই |
   চঞ্চলা মেয়ের হাতে রেশমি চুড়ি,
   হাট দুটো উড়ালেই হয়ে যাবে পরী |
   পায়ের নুপুর যেনু  চঞ্চলা ডাক,
   চঞ্চলা মেয়ে তুমি চঞ্চলাই থাক |
   ভুলেও কখনো করিওনা ভুল ,
   চঞ্চলা মেয়ে তোমার চঞ্চলা চুল |
  পায়ের আলতা যেন পুকুরে না পড়ে  ?
  মাছ গুলো মরে যাবে চঞ্চলা জ্বরে |
  চঞ্চলা মেয়েটা, কষ্টতো তার নাই
  চঞ্চলা মেয়ের আছে চঞ্চলা জামাই