ডায়নি
      SR
তুমি সেই ডায়নি যে নেশার আগুনে পুড়ছো আমায় অভিরতো,
তুমি সেই ডায়নি যার মাতাল সুরে আমি গায়াল ভিক্ষিতো,
তোমার উম্মাত করা সিসার জলকানিতে আমি পুড়ে পুড়ে হচ্ছি ছায়,
দোহায় তোমার ডায়নি ওগো প্রাণটা ভিক্ষা চায়।


আমি যদি নরগবাসি হয় তবে কলঙ্ক হবে তোমার,
কলঙ্ক থেকে দুরে রাখতে অথয় চেষ্টা আমার।
ভুলিনি আমি তোমার দেয়া সর্গের মত সুখ।
সেই সুখের প্রতিদানে কষ্টে পুরে ভুক,
তবুও আমি তোমার জন্য সুখের মানত করি.
দোহায় তোমার প্রাণ ভিক্ষা দাও
তোমার পায়ে দরি.।