সে তো সাধারন মেয়ে
নিতান্তই ভাবলেশহীন ,আটপৌরে মেয়েটা
কবির কল্পনায় ঘটেছে তার রুপান্তর----
ডুরে শাড়ীতে ভালবাসার লাল রং।
বাস্তব ছুঁয়ে থাকা কোন কল্পকাহিনীর নায়িকা অথবা,
গোধূলির সূর্যাস্তবেলায় প্রতীক্ষারত কোন যুবকপ্রেমিকের সন্ধ্যাতা্রা ও নয়--
দিনের শেষে ক্লান্ত তোমার শ্রান্ত দেহে
বাড়ী ফেরার অপেক্ষায় বসে থাকা ,
ঘাম লাগা কপালে হাত ছুঁয়ে বলে --
'' আজ কি খুব কাজ ছিল গো?
সে তো সাধারন ই কোন মেয়ে
কল্পনার নারী কি সত্যি অমন করে ??