কোন্‌  অদৃশ্য বাঁধনে বাঁধা পড়লে মন ?
আর একবার দুঃসাহসী হবে?
ত্রস্ত ব্যাকুল চোখে আকুলতার নেশা---
পরজন্ম কে আর দেখেছে বল ?
একজন্মেই বিলিয়ে দাও ভালোবাসা
অন্তরে যেটুকু রয়েছে বাকি,
মনে পড়ে একদিন ঝরাপাতায় লিখেছিলে বিষাদের স্বরলিপি ?
আমি ইচ্ছেমত রং-তুলি দিয়েসাজিয়ে  রেখেছি বনানী
বলেছিলে অরন্যে প্রবেশ করবে না,
ভয় নেই,সরলতার গন্ধমাখা একরাশ বুনো ফুল
প্রতীক্ষায় তোমার নতজানু , উন্মুখ----
আর একবার দুঃসাহসী হবে মন? নাকি ভাবনা ভাবনাতেই দিয়ে যাবে ফাঁকি ?