তবু  বৃষ্টি নেই , বৃষ্টি হয় নি কাল-------
কোন এক নিদ্রাবিহীন বিরলরাতে
নির্জনতা খুঁজে নির্জন কোনে রাতপরী মেয়েটা
নাগরিক সুখে ভাসে জনজীবন ।
মনের মধ্যে আনাগোনা একখণ্ড ফেরারী মেঘের,
চিবুকের কোনে পড়ে থাকা তিলটাকে কি আরো একটু উস্কে দিলি ?
ঈর্ষা জাগাস অন্য মনে ?
আরে না-সমঝ, বেসুরো গানে মনের কথা ব্যক্ত করেছিল কে তোকে কাল ?
নিজেকে ঢেকে রাখিস মিশরীয় রহস্যে ?
একবার খুলে দেখ পুব-মুখী জানলাটা ওই
দিগন্ত জুড়ে সূর্যোদয়ের প্রকাশ ,
তোর বাগানের গোলাপ যে আজ ফুটবেই বলে পণ করেছে ।