আবার একটি বিনিদ্র রাত ---------------------।
তোমার চোখের নীচে কালির দাগ বলে দেয়
গতকাল রাতেও তুমি নিদ্রাহীন ছিলে ,হয়তো আজ ও অথবা কাল -পরশু ও ।
এরকম বহু নিদ্রাহীন রাতে সৃষ্টি হয় কবিতা ,
অন্তঃস্থল থেকে উঠে আসা মর্মবেদনায়
লাইনের পর লাইন লিখে যাও কবি অকৃপণভাবে -------------
দুঃখ মানুষকে মহান করে ,
তুমি ও মহান হয়েছ ,তুমি কবি হয়েছ
বিরহ নিয়ে ভালোবাসা দিয়েছ ।
আজ আবার কিছু লিখবে ,তোমার সৃষ্টি সম্ভার ---
সম্মান পাবে অনেক হয়তো বা মরণোত্তর কিছু ,
তোমার বেদনার ইতিহাস লিখবে অন্য কোন কবি ,অন্য কোনও কালে
এমনি নিদ্রাহীন চোখে কোন বিনিদ্র রাত জেগে
তবেই তুমি মহান হলে---------