বৃষ্টি নিয়ে লেখো কবি ,
আমার শহুরে বর্ষা আসে না ,
এ খরাচোখে ও বৃষ্টি হয়না  বহুদিন ,বহুকাল হল -------
পরিব্রাজক মেঘের দল ঘুরে বেড়ায় আকাশে ইতস্তত ,
তবু বৃষ্টি ঝরায় না ,আড়ালে তার সূর্য অগ্নিবাণ হানে ।
ঝর্না শুকিয়ে গেলে ও পাহাড় লুকাতে পারে না তার অশ্রুজলের দাগ ,
সারি সারি দেবদারু - পাইনের বন আজ অদৃশ্য , ন্যাড়া-মাথা পাহাড় যেন সদ্য মাতৃহারা ,
লজ্জা ঢেকে আগাছায় ,প্রকৃতি খোঁজে  বোবা মেয়ের আড়াল ।
মানুষের বর্বরতা নিয়ে পরে , আজ বৃষ্টি নিয়ে কিছু লিখো কবি ,
তোমার কলমে প্রকৃতির কান্না যদি বৃষ্টি হয়ে ঝরে -----
এমন কিছু যাতে বৃষ্টি নামে অঝোর ধারায় ,
আমার শহরে বর্ষা আসে ,
আহা ! কতকাল পর ভেজা সুখে বানভাসি মন নিয়ে কবিতা লিখব ,কবিতা পড়বো ...জানো কবি ?