এ কেমন খেলা তোর ?
যখন তখন  ইচ্ছে ঘুড়ি আকাশে ওড়াস্‌ ?
আমার খোয়াব -দেখা ঘুড়ি তোর ঘুড়ির প্রেমে হোলো  বাজিমাত ,
------ফল '' ভোঁকাট্টা '-----
যখন তখন খুশী মতো ধরিস্‌ যে হাত ,কখন আবার পেতে রাখিস্‌ মরন ফাঁদ ,
জানিস্‌  এই খেয়ালীপনা পিছু নেবে কালো ভীমরুলের মতো তোরই একদিন
সেদিন হয়তো  নিজের প্রতিবিম্ব আর ছায়া ও তোকে  করবে অস্বীকার ,
সাদামাটা অথচ সুচারু  ঘুড়িটা আবার পড়েছে কোনো কচি হাতে ,
খোয়াবী ঘুড়ি  আমার ওই ঊড়ছে শহরের  ঝলমলে আকাশে ,
দুচোখ ভরে দেখি যে তার স্বপ্ন -উড়ান ।