বৃষ্টি হবে, ভেজা বাতাসে বার্তা এল ।
সদ্য-যৌবনা ঝর্ণা মেয়েটা উত্তাল নদী হয়ে
ঝাঁপিয়ে পড়্ল সেদিন সমতলের রুক্ষ রোমশ বুকে ,
এত প্রেম পারলো কি সইতে বেচারা  ?...ভেসে গেল ---------।
বানভাসি করিয়েই ছাড়লো পাগলী  মেয়েটা ।
অত্যুত্‌সাহী মিডিয়ার লোক ব্যস্ত থাকবে কিছুদিন ওদের নিয়ে ,
নেতাদের আস্ফালন, বন্যাত্রান ঘিরে জুয়া-চুরি আর বানভাসি মানুষের হাহাকার,
যোগাবে প্রতিদিনের নিউজ্‌ হেডলাইন,নব্য সাংবাদিকের লাইভ টেলিকাস্টের  খোরাক।
যাক্‌ গে , আমার কি ?
না, না, হিংসে হচ্ছে না তো ......
আমি তো  লক্ষ্মীমেয়ের মতো কবিতা লিখছি ,
তিরতিরিয়ে কাঁপছে আমার বাঁশপাতা প্রেম ,
বৃষ্টির ভেজা আঁচলের সোঁদা গন্ধে মাতাল , এলোমেলো ঝড়ো হাওয়া ,
ইচ্ছে হচ্ছে তোমায় কাছে পেতে ...তবু ভাল লাগছে এই রিম্‌ঝিম্‌ বিরহ,
সামনের বর্ষায় কবিতালেখা হয়তো হয়ে উঠবে না আমার ,
কারন তোমাকে নিয়েই ব্যস্ত থাকব ব্যস্ততার সংসারে ,
তাই আগামী বর্ষার সুখী আয়োজন হোক্‌
এই বর্ষায় একা থাকা সুখ দিয়ে ।


**** বরষার আয়োজন ****