মোমবাতির আলোয়
একদা সন্ধ্যা কোন এক পরিচিত ঘরে ...
বর্ষার অঝোর ধারায় সিক্ত শরীরে
ডাগর চোখের পাতায় কাঁপন ,
সদ্য- যৌবনা শিহরিত আশঙ্কায় ,যখন
দরজায় দাঁড়িয়ে মায়াসভ্যতার
আদিতম পুরুষটির চোখে
প্রেমাতুর নম্র আবেদন , হাতে-ধরা তোয়ালেটি বাড়িয়ে দিল ।
.....পলকহীন .....! এক মিনিট...দুই মিনিট ... পুরো সাত মিনিট ..................... হবে হয়তো ।
ভেজা শরীরে উষ্ণতা খোঁজা মন
তবু প্রত্যাখ্যান করল বাড়িয়ে দেওয়া তোয়ালেটি ।
দীর্ঘছায়া সরে গেল-------
ক্রুদ্ধ হয়েও হল না কেন সে সেদিন ?
আজো স্মৃতিটুকু  আগলে রেখেছে কেন মনের চিলেকোঠায় ?
প্রশ্নটি বুকে নিয়ে সে মেয়ে আজ মায়ানারী ...।