সাগরের ঢেউয়ে ভিজে তো সবাই ,
মনকে ভেজাতে পারে ক'জন?
ক'জনই বা  সর্বান্তকরণে
সে স্পর্শ পায়?



আয়নায় নিজেকেই তো দেখে সবাই,
কেউ কেউ অন্যের  অবয়বে
নিজেকে  মেলাতে চায়
সেই আয়নায় ।



জীবনের চাওয়া পাওয়ার মাঝে
পায় না সবকিছু সবাই ,
কেউ কেউ পেয়েও
সকলি হারায় ।



অন্ধকার হাতড়ে দোসর খুঁজি সমভাবনায় ,
তুমি যখন সযত্ন সুখে বপন কর
অসুখী নিষ্ফলাজমিতে নির্বীজ ,
বিরূপ ভাবনায় ।