মাকড়সার জালে আটকে থাকা জলের মত ,
মুক্তোদানায় ...
জমাট- বাঁধা রাগ -অভিমান যত শত ,
হঠাত্‌ হানায় ...
টুপ্‌টুপিয়ে পড়ত ঝরে  এক লহমায় ,
ভালই হত ...
পা মাড়িয়ে মজা নিতাম হয়তো কত ,
ইস্‌ যদি রে...
নরম ঘাসে,. ঝিলের গায়ের পাশে পাশে ,
বাতাবি নেবু ...
অবাক ঘুড়ি উড়ত আবার ওই আকাশে ;
বাউলা বাতাস ...
নরম ঘাসে... ছায়ার সাথে ছায়া মেশে ,
কমলা সুখে ...
ঝিলের জলে নীল শালুকের ভেলায়  ভেসে ,
চুপ্‌ , কথারা ...!
পানকৌড়িরা কিছু বলতই   চাপা হেসে ,
চাইতে যদি ...
সময়গুলো ঘেষতই না আর আশে পাশে ,
নকশী কাঁথা ...
প্রতিদিনই জানো  এমনি করে স্বপ্ন আসে ,
বৃথা আশে ...
জেনেও তবু তোমার আমি নেই যে পাশে ।