অতিক্রান্ত সময়ের সাথে
বেড়েছে উৎসাহ,উদ্দীপনা ,
সৃজনশীল পথের পথিক---
ভয় হয়, যখন অজানা বাঁকে
হারিয়ে ফেলি গন্তব্য ,
স্বল্প ভীত হই.....
চলার পথে যখন আসে
এক বিপজ্জনক নদী,
বন্ধুর পার্বত্য পথ অথবা
শ্বাপদসংকুল অরন্যাঞ্চল ।
আবার কোন রম্য যাত্রার পাথেয়
অকৃত্রিম শুভেচ্ছা সম্বোধনে
উষ্ণতা ভরা চিরন্তনী সান্ধ্য পেয়ালায়
চুমুক দিতে দিতে সর্পদ্রষ্ট অতীতকে ভাসাই
বেহুলার ভেলায় ......
বর্তমানের আবেষ্টনে বন্দী সুখে
মনে হয় পথ আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হোক্‌ না... ক্ষতি কি?