তুমি হাত ধরে আমায় নিয়ে যাও
আজ সেই স্বপ্নিল পথে ...
অনন্তকাল হেঁটে যেতে চাই পাশাপাশি ,
মুহূর্তগুলোকে উষ্ণ জড়ির ফিতেয় বেঁধে
সরিয়ে রাখি একপাশে ,
নক্ষত্র আলোয় চিনে নেব রাতের প্রতিটি তারা...
তোমার নামেই হোক্‌  নামময় ,
স্বপ্নিল দুরত্বে থেকেও পরস্পরের
কত কাছাকাছি দেখো...
রাতভর কবিতার রসদ যোগায় অনিদ্রা সুখে কবিদের ;
ইশারায় কিছু বলছ ...আমি শুনছি,
চোখের মদিরতায় বুঝে নিলাম সব
প্রেমজ ভাষা , চাহিদার ...
তুমি শব্দহীন ...শুধু ঠোঁট নড়ছে !
কথাগুলো আমার খাতায় ঝরে পড়ছে
কবিতা হয়ে .হয়ে .....
তুমি তৃষ্ণার্ত ...রাত বাড়ছে...
তোমার আকণ্ঠ তৃষ্ণা মেটাতে
নদীজল আজলা ভরে আনি,
কত আনব সুদীর্ঘ পথে ?
আমিই নদী হয়ে গেলাম ,
আমার আদি অন্তে সেই তুমি ...শুধুই তুমি ...
তোমাতেই যে আমার নদী বিলাস ।