পাহাড়ী সুর উদাস
আর ব্যর্থ প্রেম ছেলেটি...
দূরের পাহাড়তলি আর
অবুঝ ঢাকের কাঠি,
নাম-না -জানা ফুলে তার
তীব্র গন্ধসুখ ......
শিশির-ধোওয়া জলে ভাসে
প্রিয় চাঁদের মুখ...
কেউ কি জানে ?-----------
তার কারণেই জ্যোস্না হেসে
পোড়ায় রাতের বুক ...
কেউ জানে না
সবাই দেখে পোড়ার কপাল
পোড়াতেই কী যে সুখ ......