(১)
এখনো অনেকটাই পথ---
তোমাকে পেরিয়ে আসতে হবে  এক কুয়াশা সকালের
অজস্র শাপলা পুকুর,
হলুদ সরষে ফুলের ক্ষেত,
শীর্ণ নদী,  গ্রাম্য দুপুর
মেঠো আলপথের আলপনা,
শীতঘুমে থাকা মেঠো সাপের গর্ত,বিকেল
তুলসীতলার মায়াবী সাঁঝবাতি,
আলোআঁধারি ঘেরা শহরতলি
জোনাকি জ্বলা রাত,  ঝিঁঝি পোকার ডাক,
রাজপথ বেয়ে অবশেষে
শহরের জনপথ.........
তুমি এলেই আস্ত ছুটির দিন,
নদীর চর,  চড়াইভাতি।


২)
ভিজে ঘাসে রাতের অস্থির পদচারনা...
জলছাপ এঁকে গেছে কেউ সিঁড়িতে,
নেমে আসি দুদ্দাড়--- উদোম রাজপথ বেয়ে আলপথ;
ঈশ্বর আমার এখন বাংলার বাউল
তাঁর চরণচিহ্ন মাখা লাল মাটি পথ ধরে
মেঠো সুর বাঁধে একতারাটি,
পৌষের মেলায় বাউলের ভিড়ে
উবু হয়ে ঘাসের উপর খুঁজব
আমাদের মানচিত্র,  শহর ,
উপরে উদার নীলে মেশে
পেঁজাতুলো মেঘ
স্বপ্ন সাজাই,  এসো...।