অমন ডাক পেলেই
গ্রাম্য কিশোরীটি যেন--
বিনুনি দুলিয়ে পাতিহাঁস ডাকি
---- আয়  আয় তি-তি-তি-তি"
সেদ্ধ চাল-ধোয়া জলে ঘোলা  পানাপুকুর,
বাসনমাজা ব্যস্ত হাত চাষি বৌ,
উঠোনে সদ্য কাটা ধানে
প্রাতঃরাশ সারে শালিক চড়ুই,
গ্রাম জুড়ে শীর্ণ নদীটি যেন চির বিরহিণী
অন্তরঙ্গে বিরহ জাগায় রাখালের বাঁশি,
পাতালে ঝুরি নেমে যাওয়া প্রাচীন বট-অশ্বত্থ
এসবেই আমি খুঁজে বেড়াই রূপান্তর,


চাইলেই যদি পেতে পারি এমন...
সহজিয়া পথে
এমনই দিনে দেখা হবে আমাদের


সেদিন কি পুনর্জন্ম হবে ?


পুনর্জন্ম ?