ক)
বৈষম্য শীতঘুমে---
শুধুই কি সরীসৃপ প্রাণী
                       এর নিয়মে?
অলসতায় শয্যাত্যাগ যখন আমার,
প্রতিদিন মাথায় থাকে
             এক আকাশ-ভাঙ্গা কুয়াশা পাহাড়;
এমন মানব-জন্ম আর কি হবে?
যা কর ত্বরায় কর মন এই ভবে।
.......................................
খ)
একি মৌচাক্‌ ! রান্নাঘরের  তাকে.....                                                                  
লুকিয়ে রাখি বাউন্ডুলে রাণী মৌমাছিটাকে,
পরাধীনতা কি শুধুই শৃঙ্খলে ?
এ ব্যস্ততার কাল কেটে গেলে
আপাত অখণ্ড অবসর,
নির্ভেজাল  ফাঁকা ঘর...
কবিতার ফুলে  রাণী মৌমাছি,
খাতা খুলে আমি খেলি কানামাছি...
চুপিচুপি মৌ সংগ্রহ করি  ঝুলে থাকা মৌচাকে ।