বৃষ্টি নামে  ফোঁটায়-----
নারকেল পাতা ছুঁয়ে  জল এখন
মাটির বুকে বন্দী,
বিরহ তরল হলে কি এমনি বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে?
ভেজা বাতাসে কোথাও অন্তরঙ্গ সুর-----
তৃষিত হৃদয় যে উন্মুখ দূর্বাঘাস ,


এটুকু সমর্পণ বোঝে রাধা--


লীলাবতী মেয়ে।