তোলা উনুনে ঘুঁটে পোড়াও, পয়মন্ত মেয়ে...
মাটির ভাঁড়ে ঈশ্বরীয় চা!
নতুন ধানের গন্ধে শিস্‌ দেয় মন...
ঘ্রাণ নিতে নিতে পেরিয়ে যাই গৃহস্থের নিকোনো উঠোন,
দুধেলা গাই,মাটিলেপা দেয়াল,বাঁশের ঝাঁটা
মোহ-মুগ্ধতা লিখি এসে কবিতায়...


এসবই মায়া!


দিনান্তে দেখি কোথায় কবিতা?


আদ্যন্ত মাটি-লেপা দেয়াল যেন কবিতার পাতা!