কিছু কষ্ট নীল-চোখ ভিখিরি মেয়েটার মত,
      হাত পেতেই থাকে...
রাত- পোশাকের থেকে ছিন্ন করি
    আলগা ঝুলে-থাকা
                   শৌখিন লেসটা,
কিছু কি বলতে চাও?
গলে যাওয়া মোমবাতিতে বন্দী কিছু মিথ, সুদৃশ্য মোমদান,
ফার্নেসের মায়াবী আলোয়
             ধুসর-লাল কার্পেট,
এসবই নিভৃত সময়,আলাপচারিতার...


তেমনি পড়ে আছে হেলায় শৌখিন লেসটা, বৃত্তে;


কিছু কি বলতে চাও?
               দরজা ভেজানোই আছে... থাক্‌,
  করাঘাত ভাঙ্গনের মতই ,
জুতোজোড়া বদলে ফেলো শুধু...