কোনো  কোনোদিন দুরত্বের নাগপাশ
               জড়িয়ে ফেলে আদ্যন্ত ,
কিছুই করার থাকে না, দেয়ালে ঝুলে
                বোবা যৌথ পটচিত্র,
দরজায় একটানা কড়া নাড়ে কেউ...
                 জমে থাকা আর্তনাদ
নিরিবিলিতে ঘাতক বেহালা শুধু
                বেজে যায় করুন, নিঝুম বিষাদ;
কোনো কোনোদিন তুমিহীন শেষ বিকেল
আটপৌরে হলুদ ছাপা শাড়ি,
কবিতার পাতায় , ভাঁজে পড়ে থাকে ধু-ধু শূন্যতার চর,


তুমিহীনতায়
কোনো একদিন জীবনের  সাথেই আড়ি...