একদিন শালবনের ভিতর আমি....সাথে পাল্লা দিয়ে
.ডুয়ারসের  জঙ্গল... গাড়ি  ছুটছে ...  
পিছু ফেরার নেই টান....
            এই আমি’টা একদিন অরণ্যবাসী ছিলাম !
দমকা হাওয়া সরসর করে টেনে নিচ্ছিল
আলতো পাতার চাদর...
মরমর শব্দে নিঃসঙ্গ পাতাদের আর্তনাদ!
করুণ বেজেছিল ..
            লুন্ঠিতা বে-আব্রু নারীদেহের মতই...
সহসা লাল-সবুজের ঢেঊ অরণ্যের মাথায় আলতাপরি ,
বনটিয়ের ঝাঁক !
বারশিঙ্গা , বনময়ুরী পেখম তুলে যখন...
ফেলে   আসা শহর  তখন বাজায় করতালি ,
ফিরতে তো হবেই মন কিন্তু ফিরি কি করে?
বিপরীতধর্মী এক মন নিয়ে মিশে গেলাম শহরে
অজস্র মানুষের ভিড়ে,


চেতনার ইন্দ্রজালে জড়িয়ে আছে এখনো সে অরণ্য গহীন !