বোবা হয়ে পড়ে আছে পথ-ঘাট ,ইট কাঠের জঙ্গল
--এক শহর কথা...
একসময় রং- চটা হলুদে ক্লান্তি আসে,
--ঝিম-ধরা বিবর্ণ দুপুর,
একোরিয়ামের নৈঃশব্দ্য ঘিরে মাছেদের
জলবন্দী  খেলা,
মুক্তি নেই জেনেই হয়তো ছটফটায় না তারা---
মুক্তি নেই আমারও কি ,আশ্রম-বালক ?
অন্তহীন এক পথ শেষে ,
নির্মোহ ছায়ার মত তুমি আছ জেনে
বল্কল- আচ্ছাদনে জড়িয়ে রাখি অহর্নিশি নিজেকে ,
জড়িয়ে থাকা কি বাঁচিয়ে রাখা?
ভালোবাসা চেনোনি বালক? অমনি কি ছায়া হও?
হলুদ-সবুজে গাটছড়া বাঁধে মন,


পাঠ শেষে নদীপারে  পড়ে থাকে একা... আচ্ছন্ন বিকেল ...।