ছায়া সুনিবিড় গ্রাম---
এখানেও দলাদলি, ঘৃণ্য রাজনীতি ... হায়!!
চারদিন আগেও নৃশংস খুন হয়েছে দলীয় কেউ!
ওইখানে ...
         ওই বিলের পাশে
তার লাশ খুবলে খেয়েছে চিলে-শকুনে ,
       চাপ চাপ রক্ত... লেগে এখনো ঘাসে
এই গ্রামগুলো নিডর হেঁটে যেতেও সংশয় !
কোথাও লুকিয়ে আছে নির্ঘাত মরণ-ফাঁদ ...কে জানে...


আজ এই ঘুঘু-ডাকা ভোর... গমনপথে
সেই বিল দেখি ছেয়ে আছে শাপলা,  শালুকে- শালুকে,
দু-হাতে শাপলা কুড়োয় অনাবিল কতিপয় বালক-কিশোরী
হাঁটুজলে নেমে ...
একরাশ  অপাপবিদ্ধ শুচিতায়...
মুঠিভর পয়সা মেলে ওপারে  দিলে
---- পেটের দায় যে বড় দায়!


মূক চেতনা আমি'তে জড়ো করে অবিন্যস্ত হেঁটে পার হই সহজ মৃত্যুপুরী...