মনের বন্ধকপাট ছুঁয়ে বন্দি কথারা----
বাইরে  প্রেমিক বাতাসের অরণ্য রোদন...
ফিরে যায় যাক্‌ শোকের মিছিল,
           আমারও দেয়ালে ঠেকেছে পিঠ ---
            হাতে  জোড়া ব্যথার কাঁকন,
             আলুথালু  বেশবাস শিথিল...


প্রতিটি  সন্ধ্যায় বিষণ্ণ ফিরি একা---
         --জ্যোৎস্নাহত, যেখানে হাওয়ার লন্ঠন স্থির,
            ভুল করেও ভাসাতে চাই না, চাই না
             খরস্রোতে জারুল কাঠের স্বপ্নিল  নৌকা...


স্পর্ধার ঘাস  উঁকি দেয়, ওই উন্মুক্ত জমি---
             ইচ্ছে করেই খোলা রাখে বুকের বোতাম,
     ভীরু ছায়া মন কেঁপে যায় যাক্‌ তবু
                 চাইলেই কি আর দিতে পারি আমার আমি?