যখন তখন ঝড় আসে ... আসবেই
কালবোশেখী দিন ,
এখন যে যার মত করে পালায়
কেউ হতে চায় না ঝড়ের সম্মুখীন !
ঝড় আসে---
শিল-বৃষ্টির  ঢোলকে আদিম মাদলের লয় !
জানলাতে জীর্ণ শতাব্দীর ধুলো , ক্ষয় ...
বিছানার ধুলো ঝেড়ে ঝেড়ে আটকে যাই ধূসর অতীত পাণ্ডুলিপির পাতায় ,
আয়ু- রোদের খরতাপ সয়েও বেঁচে আছে এক  পান্না-সবুজ মন  ?
আয়নারই বয়স বেড়েছে মনে হয় ,  
আম- কুড়ানো  কুমারী  মন যে   আজও  কাগজের  ভেলায়
ভাসাতে চায়  ঋতুর নতুন  জলে প্রবল  উচ্ছ্বাস বলয় !