পাতায় মোড়া সরষে–নারকেল বাটা ইলিশ--
এ বেলা খেলে ওবেলার জন্য রাখি না,
প্রকান্ড এক দুলুনিতে ঘুম পাড়িয়ে দেবে - মা
কোল পেতে আছে-- মাটি
মৃত্যুর ভাতঘুম শিয়রে -মানুষ
একবার তলিয়ে যেতে চেয়েছিলাম বেলচা হাতে আদিম শেকড়ের খাঁজে --
মৃত্তিকার পলল শরীরে লুকানো ইতিকথা ,
এবার তলিয়ে যাব  প্রাণহীন এক ঠিকানায়,
                          মৃত্যুপুরী কেউ কি খোঁজে ?
অতঃপর এই জীবিত সময়টা আমাদের
কাছে্র অথবা দুরের...
ফু্রিয়ে যায় নি যা , তা হল পরজীবী কথা
অত ব্যাখ্যা চেয়োনা জীবনের...
তুমি হাত বাড়ালেই বন্ধু,


কম্পনের উৎস থেকে দূর... আরো কতদূর
সরে যাচ্ছি আমরা ... সরে যাব


ঐতিহাসিক আরো এক পতনের সাক্ষী হতে...