সৃজনশীলতা আসলেই জিনগত একটি প্রবণতা--
ভাবুক মাথায় খেলে যায় ভাবনা ঢেউ,
তবু অশান্ত কেউ কেউ
            কিছুই ভাবছে না !

অতঃপর  কানভারী করে তোলে নৈঃশব্দ্যের--
অযথা কোলাহল , দ্বন্দ্ব!
হতাশায় হারায় সবকিছু ,
             হারিয়ে গেছে কৈশোরের ছন্দ !


আঙ্গুলের ফাঁকে জড়ানো মিহিন চুলের মত
কবিতার গায়ে মহামারী্র রাতের
লেগে থাকা দুঃখ-কষ্ট ,
সমস্ত প্রাণবায়ু  জড়ো করেও তোমায় দিতে পারিনা সন্ধ্যার সমুদ্র-বাতাস


মৃত শাঁখ তুমি ওগো আজ, আবেগ-ভ্রষ্ট!