ভারী পর্দা
লুকিয়ে রাখে কত কথা--
পাঁপড়ি ছেঁড়া কষ্টরাত শেষে
ভারী পর্দাটাই সরিয়ে দিলে
          সকালের শ্রীময়ী আলো লাগে চোখে।


এক পশলা বৃষ্টিতে সমস্ত পাপ
                       ধুয়ে মুছে সাফ,
ঝকঝকে শহরের পথঘাট
রুপোলী মুদ্রার ও'পিঠ যেন!


শরীরের  ভেতর অলস পতঙ্গটি গুটিয়ে থাকে , থাকুক্‌
আমি’কে যে  জাগাতে হবে ,
না পারলে বিশাল এক সমুদ্র-  ঢেউ আছড়ে পড়বে
কলের  খোলা মুখ দিয়ে
রান্নাঘর- বেসিন,   বাথটবে
ছেয়ে  যাবে   ঘরময়  ভাসাভাসি  জলে
                    নির্বাক্  তটভুমির  ভাষা !