গতরাতের  বর্ষণ চেনায়
ছিন্ন ফুলের পাপড়ি ,
আজ আবার বৃষ্টি নামতা পড়বে
             ভালোবাসার ঘরে ।


শহর জুড়ে  মেঘের বর্ষাতি--
দরজার কাঁচ ঠেলে পা রেখেছে দামাল হাওয়া
দু'হাতে সামলাই সাঁঝের আঁচল
      উড়ে উড়ে যায় সহজ বাদল
চিরন্তনী সাজে দক্ষিনী শাড়ি
আজ সেফটিপিনের সাথে খুব আড়ি !


ইচ্ছে হয় একত্রে ভিজি আজ--
আয় না  শ্রাবণ আকাশ ভেঙ্গে,
                  উন্মুক্ত হাত  বাড়িয়ে  জলছাদ
আলিঙ্গনে সুবাস ভরেছে গন্ধরাজ , পারিজাত
হাওয়ায় নড়ে ওঠে  আকন্দফুলের ঝোপ
কতরাতের নিঃস্ব প্রহর কেটেছে এইখানে , নিশ্চুপ!


বৃষ্টি নামুক্‌ আজ ভালোবাসার ঘরে
এক একটা কবিতার জন্য কত আর মরব মাথা খুঁড়ে ।