ঘরের ছাদ পুরনো হলে মেঘ হয়--
আকাশ নীচু হয়ে আসে জলকণার ভারে
গলায় হাঁসুলির মত চাঁদ,
জমানো ব্যথা পরিয়ে দিলে পায়ে
পায়ে রক্তচিহ্ন নিয়ে
                  আঁকি  জলনূপুর...
আকুলতায়  ভিজে শ্বাস নেয় বর্ণমালারা
এইখানে... মাটির ঘামে ...
            ঘর্মগ্রন্থি ভেদ করে ঈশ্বরী ঘাসেদের
আকুল জেগে ওঠা ,
কতরাতের গ্রহণ লেগেছে তোমার... চাঁদ?
বিদায় বলেই হঠাৎ ফুরিয়ে যাওয়া ?


কবিতালগ্নে জন্ম হয় এভাবেই আরেক ভোর
অতঃপর আমার কবিতারা...