সকাল থেকে রাত --
আসলেই একটা পথ
ভুল-ভ্রান্তির নুড়ি পাথর বিছানো...
ভুলে ভরা পঙক্তি,
কিছু সাদাপাতা  কবির সদৈব সঙ্গী।


গোধূলির রং ক্রমশঃ ফিকে হয়ে আসছে---
অশরীরী বিভাজনে ফুটে উঠছে
                       নিদ্রালস রাতের শরীর,
ঠোঁটের নরম পৃষ্ঠায় অযুত কাব্য নিয়ে
বিদায় বলে হঠাৎ ফুরিয়ে যাওয়া  সন্ধ্যার দিকে
       তাকিয়েছিলাম আনমনে যখন
জিরাফ- উঁচু পাঁচিলের গায়ে  
শ্যাওলার সংসার ঘিরে
     আলোর পতঙ্গের উড়াউড়ি তখন,
আকাশ জুড়ে সাবালক চাঁদ
জ্যোৎস্নার পশম আলোয়  
     ভুলপথে কুড়ানো  ফুলগুলি জড়ো করি একত্রে


স্বপ্নপাত্রে ভাসাবো বলে......  
                          স্বপ্নপাত্রে