না, এখানেই শেষ নয়----
নদীপারের মেয়েটির মতই ভাঙ্গন দেখি প্রতিদিন
নিঃশব্দ, নিঝুম বিরহ-বেদনায় কিংবা কষ্টে
বয়স্কা নদীটির মতই সর্বংসহ গেরুয়া আলো
                                 ধারন কর শরীরে
জলের বুক খামচে ধরি মৌসুমী বায়ুর ঠোঁটে,
স্রোতহীন আনন্দ তখন খেলে যায়
                    তোমার আনাচে কানাচে।
না, এখানেই শেষ নয়----
তীব্র বাদানুবাদ ঢেউয়ের মত আছড়ে পড়ে
                           তোমার বালিতটে,
তখনও তুমিই আশ্রয়
রাতের বাতিস্তম্ভ সেও তুমি...
ঝড়-জলের রাতে
তুমিই বন্দর ... পোতাশ্রয়
অতঃপর  দিনের বেলায়   গাছের শরীর ধারণ
আমিও জানি ... সে তুমি-ই
ছায়ার বকফুল কুড়াই...
                      সজনেপাতার ব্যজন
এবং ঈশ্বর----
দাওয়ার মাদুরে নিরন্নসুখে তুমি
একতারায় বাঁধো দোতারার জীবন।