উত্তরণের গল্পে
        এক হারানো বিকেল
ইচ্ছেগুলো উন্মুখ পাপড়ি মেলে
                        একে একে
অরণ্য , তোমার সীমানায় এলে ।


শিহরিত কথা ,    
          বুনোফুলের ঠোঁটের মিছিলে
কি বলতে চায় শোনো, জলপাহাড়
বুকে কান রাখতেই
ঝরিয়ে দিল কতশত অভিমান  শতদ্রুধারায় ...
                       বর্ষণমুখর  শহরতলি
অলিগলিতে    লাফিয়ে পড়ল
                      জলের  কোলাহল , আর্তনাদ
তুমি হাত ধরে  চিনিয়েছিলে একদিন আদিম   জলপ্রপাত...
                                    নদীর সঙ্গমে।


অনেকদিন বাদে আরেক  মায়াবতী বিকেলে
বৃষ্টির  সুর   নামে
গলা বেয়ে ,
নিষিদ্ধ প্রবাসে


আশ্রয়, উত্তরণ ... সে-ই রবীন্দ্রনাথ ।