পায়ের নীচে মাটি নেই বলে পথও কি শেষ এইখানে?
মেধা-মন নিঃস্ব যখন
কাঙালের মত,
নুড়িপাথর তলিয়ে যাওয়া দেখেছি  খাদের দিকে...
       কিসের আকর্ষণে ?


মেগাপিক্সেল লেন্সে ধরে রেখেছি
       শেষ কয়েকদিনের কমলারঙ সূর্যাস্ত !
সাঁওতাল প্রেমে মজে থাকা
মটরশাকের ক্ষেত ,
স্কাইডাইভার চিল
অথবা  টাওয়ারের লক্ষ্যভেদ ...
ছোটখাট স্বপ্নই এখন সম্বলে !


গানপাখি ...গানপাখি হয়ে ডানা ঝাপটাই
মনের সবুজ ...কুয়াশায় প্রচ্ছন্ন ভাসান
হারিয়ে যেতে বসেছি
       দূর...  দূরের চাঁদমাখা জঙ্গলে ...
আমার চলে যাওয়ার দিকে হাত বাড়িয়ো না


এ যাওয়ার কোন নাম দিও না।