পাতা নেই তাই ছায়াও নেই,
তবু কাঠগোলাপ
কুড়োতে তো মানা নেই
অসহিষ্ণুতা , ছড়ানো  উত্তাপ,
ঢেকে দিতে চাইছ কিসে স্বল্পবাস ?মগ্নতায়---
ঠোঁটের কাগজ ,  কুঁচকানো
কেঁপে উঠল আজও তেমনি
শীত দেখেছে কেউ।
কয়েকটা দাগ রেখে যাবে না এমনতো নয়
গ্রিলের ফাঁক, নাদুস-নুদুস... কে পালালো?
ধ্যাত্তেরি কি পড়শী হুলো
কথা রেখেছিল বিচ্ছিরিভাবে  
বিকেল বাড়ি , নিঝুম
আস্তে করেই বলছে তবু
            বড্ড আলো,
         পর্দা নাহয় আরো একটু
টেনে দেওয়াই ভালো ।