বৈদ্যুতিন শব্দেরা তারের গিঁট খুলছে-------
এবং শীত জাগানিয়া ,
হাওয়া অধীর ,আকাশ ঝুলে মৌচাক,
পিপল পাতার আড়ালে আপলোডেড অংশটা  শহরের নদীটার ...
মনে রেখেছে বিলক্ষণ ভেতরে বাইরে  
           তোমার অভাব
              তোমার অভাব ...
এবং  ডুবে যাওয়ার এই মুহূর্তগুলো
টু মেগাপিস্কেল ক্যামেরায় ধরা দিচ্ছে না ,
জানলেও না--- ঈগল ডানার শুদ্ধ বাতাসে
               উড়িয়ে দিলাম যা তার  
পোশাকি নাম মন্বন্তর ।


এই-ই ভালো বরং --
হারাবার ভয়ে না-পাওয়ার আনন্দ আর হারাতে চাই না ...
হারাতে চাইনা   বসন্তের প্রতিবেদন ।