বুনো ভ্রমর রাগ ছুঁয়ে রেণু ছুঁয়ে দিলেই
গাল রাঙা হয়  ফুলেদের
এযাবৎ ভালোবাসাও এমন যে কেউ কাউকে
গহীনে ছুঁতেই পারে না


আলোর পৃথিবী থেকে অনেক দূর অন্ধের গান...
পথের অভাগী শুধু বুকের অঙ্গারে জ্বাল দেয়
ভাতের হাঁড়ি
পাগলের বিছানায় মনকেমনকরা বাসি খাবার
এসব দেখে দেখে ভালোবাসার বশীকরণের জড়িবুটি সন্ধানে আর
যেতে ইচ্ছে হয় না
চলতে ফিরতে ক্লান্ত পা, আড়ষ্ট হয়ে পিছন হাঁটে কেবল